মঙ্গলাবার দুপুর ১২টা দিকে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: দাউদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আলেক্ষ্যং ইউপি’র চেয়ারম্যান বিশ্বানাথ তঞ্চঙ্গ্যা,ডা: প্রসেনজিৎ,বান্দরবান জেলা তথ্য কর্মকর্তা প্রমুখ। জেলা তথ্য কর্মকর্তা সরকার অর্জিত সফলতাগুলো তুলে ধরেন বলেন, একটি বাড়ি একটি খামার,আশ্রয়ন প্রকল্প,ডিজিটাল বাংলাদেশ,শিক্ষা সহায়তা,নারী ক্ষমতায়ন,সবার জন্য বিদ্যুৎ,সামাজিক নিরাপদ,কমিউনিটি ক্লিনিক ও শিশুবিকাশ,বিনিয়োগ বিকাশ,শিশু সুরক্ষা কার্যক্রমাসমূহ স্ব:র্স্ফুত ভাবে সরকার পরিচালনা করেছেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা সভাপতিত্বে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান,মেম্বার,কারবারী ,এনজিও প্রতিনিধি এবং উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।