রোয়াংছড়িতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা

purabi burmese market

বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা পরিষদ এর উদ্যোগে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতি স্বরণে জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭, ২০১৯ এর উপলক্ষে ১১জন সদস্য বিশিষ্ট টুর্নামেন্ট পরিচালনা কমিটি গঠনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পষিদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা,রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি মো: শরিফুল ইসলাম,রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা,আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াইচিং মারমা,মন্ত্রীর প্রতিনিধি নেইতন বুইতিং,বন বিভাগে রোয়াংছড়ি রেঞ্জ কর্মকর্তা মো: শহীদুল জামান,বাজার কমিটির সভাপতি দিপক ভট্টচার্যসহ আরো অনেকে।

এসময় অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমাকে উপদেষ্টা ও নির্বাহী অফিসার মেহেদী হাসানকে আহবায়ক কমিটির সভাপতি,যুব উন্নয়ন কর্মকর্তা পুলু প্রু মারমাকে সদস্য সচিব করে ১১জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

টুর্নামেন্ট চলাকালের কোন ধরণে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। খেলা চলার সময়ে বিশৃঙ্খলা ভঙ্গকারীকে বহিষ্কার ও জরিমানা বিধান রাখা হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।