রোয়াংছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

purabi burmese market

বান্দরবানের রোয়াংছড়ির নোয়াপাড়ায় মংসিংশৈ মারমা (৪০) নামে এক জেএসএস কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে একটি চায়ের দোকানের সামনে মংসিংশৈ তার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে ছিল। এসময় পাঁচ জন সন্ত্রাসী এসে গুলি করে চলে যায়। এতে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। তবে তিনি জেএসএস এর সাবেক কর্মী ছিলেন। পাহাড়ের কোন সশস্ত্র সংঘটন এ সন্ত্রাসী হামলা চালিয়েছে সেটা নিশ্চিত হতে করতে পারেনি পুলিশ।

এদিকে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। কারা হত্যাকান্ডের সাথে সেটি খতিয়ে দেখছি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।