রোয়াংছড়িতে টিকা নিলেন ২৪০০জন

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়িতে ৪টি ইউনিয়নে ১২টি কেন্দ্রের পুরুষ ও মহিলা মিলে ২ হাজার ৪০০ জনকে করোনা ভাইরাস প্রতিরোধক টিকা প্রদান করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সকালে সরকারি নির্দেশনা মোতাবেক ইউনিয়ন পর্যায়ে একযোগে রোয়াংছড়িতেও করোনা ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু করা হয়েছে।

NewsDetails_03

এদিকে টিকা গ্রহণের সুবিধার্থে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক সিদ্ধান্তের টিকাদানের তারিখ পূর্বে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে টিকা গ্রহণকারীদের স্বস্ব ইউনিয়নের নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে এসে সুন্দর ও সারিবদ্ধ ভাবে ধৈর্যের সাথে টিকা গ্রহণ করেছেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মংহ্লাপ্রু বলেন, সারাদেশের ন্যায় রোয়াংছড়ি উপজেলা ৪টি ইউনিয়নের ২ হাজার ৪০০জন আনুষ্ঠানিক ভাবে টিকা গ্রহণ করেছে। টিকা গ্রহণের ব্যাপারে মানুষের আগ্রহ বেড়েছে।

আরও পড়ুন