রোয়াংছড়িতে টিকা নিলেন ২৪০০জন

বান্দরবানের রোয়াংছড়িতে ৪টি ইউনিয়নে ১২টি কেন্দ্রের পুরুষ ও মহিলা মিলে ২ হাজার ৪০০ জনকে করোনা ভাইরাস প্রতিরোধক টিকা প্রদান করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সকালে সরকারি নির্দেশনা মোতাবেক ইউনিয়ন পর্যায়ে একযোগে রোয়াংছড়িতেও করোনা ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু করা হয়েছে।

এদিকে টিকা গ্রহণের সুবিধার্থে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক সিদ্ধান্তের টিকাদানের তারিখ পূর্বে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে টিকা গ্রহণকারীদের স্বস্ব ইউনিয়নের নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে এসে সুন্দর ও সারিবদ্ধ ভাবে ধৈর্যের সাথে টিকা গ্রহণ করেছেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মংহ্লাপ্রু বলেন, সারাদেশের ন্যায় রোয়াংছড়ি উপজেলা ৪টি ইউনিয়নের ২ হাজার ৪০০জন আনুষ্ঠানিক ভাবে টিকা গ্রহণ করেছে। টিকা গ্রহণের ব্যাপারে মানুষের আগ্রহ বেড়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।