রোয়াংছড়িতে ট্রাক চাপায় কারবারি নিহত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ট্রাক চাপায় এক কারবারি (পাড়াপ্রধান) নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম নিথোয়াই উ মার্মা (৫০)পিতা:মৃত মংচ প্রু মার্মা ,তিনি উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগিরী পাড়ার বাসিন্দা।

NewsDetails_03

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার ভোরে উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগিরী পাড়ার বাসিন্দা নিথোয়াই উ মার্মা সড়কের পাশে অবস্থান করছিল,এসময় একটি ট্রাক নিথোয়াই উ মার্মাকে ট্রাকের চাকায় চাপা দেয়। পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক গোবিন্দ কুমার শর্মা কে জানান, পুলিশ ট্রাক ও চালককে গ্রেফতার করেছে এবং নিথোয়াই উ মার্মার লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন