স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে অন্তহা ত্রিপুরা পাড়ায় মাঠের অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আহ্বায়ক সিংঅং ম্রো সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সত্যহা পানজি,জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপুরা,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লাঅং মারমা,রোয়াংছড়ি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান চহাইমং মারমা, সদর উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান রাজুমং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসাপ্রু মারমা,নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা,বান্দরবান সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং মারমা প্রমুখ। এছাড়া এলাকার স্থানীয় মেম্বার,হেডম্যান,কারবারি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চেয়ারম্যান ক্যশৈহ্লা খেলাধুলা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।