স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার বেলা সাড়ে ৪টার দিকে দামকা হাওয়ায় রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়ন ১নং ওয়ার্ড কানাইজো পাড়ায় বাসিন্দার থুইচিং মারমা,লাক্নি প্রু মারমা,রেদাক মারমা,মংবাইঅং মারমা,নাইচিং মারমা,শৈঅং মারমা,পাইংচিং মারমা,মংম্যাউ মারমা,উসাচিং মারমা,মংমিচিং মারমা,অংশৈনু মারমা,শৈনুমং মারমা,থোয়াইক্যঅং মারমা,মংক্য মারমা,থোয়াইনু মারমা,মংবাচিং মারমা,থোয়াইসা প্রু মারমারসহ ২৭টি পরিবারের গৃহহারা হয়ে পড়েছে। নোয়াপতং ইউনিয়নে ১নং ওয়ার্ড মেম্বার থোয়াইচিং মারমা জানান,বিকালের দিকে হঠাৎ শীলা বৃষ্টি ও দমকা হাওয়ার ফলে পাড়া কেন্দ্র সহ ২৭টি পরিবারের বসত বাড়ি ধ্বংশ হয়ে গেছে।
এদিকে খবর পেয়ে নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা ও রোয়াংছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মইনুল ইসলাম ঘটনা স্থলে পরিদর্শন করেন।