বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার অন্তত দেড় শতাধিক পরিবারের বসত ঘর বিধ্বস্ত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নে লক্ষীচন্দ্র পাড়া,জাদুমনি পাড়া,কচ্ছপতলী বাজার,ওয়াব্রাইং পাড়া,চিরামনি পাড়া,রুরু পাড়া,চিনি পাড়া,খেলুং পাড়া,মংপ্রু পাড়া,গুড়া পাড়া,মংবাই পাড়া ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা ও ইউপি সদস্য যুদ্ধসেন তঞ্চঙ্গ্যা সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা এ ঘটনা ঘটে। ডুলুছড়ি উপর পাড়া বাসিন্দা বাতিরঞ্জন চাকমা,কিঅং চাকমারসহ অনেকের ফসলাদির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ো হাওয়ার বসত ঘর ক্ষতিগ্রস্তদের পরিবারগুলো গৃহ হারা হয়ে পড়েছে।
নোয়াপতং ইউনিয়নে ৫নং ওয়ার্ড মেম্বার মেচিং মারমা জানান,আজ সকালে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কারণে একাধিক পাড়ার বসত বাড়ি ধ্বংশ ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এর পাশাপাশি রোয়াংছড়ি সদর ও তারাছা ইউনিয়নে ও ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে।