বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তাকে বরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাউসাং মারমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নবাগত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,নোয়াপতং ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উবাপ্রু মারমা প্রমুখ।
এছাড়া উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও এলাকার স্থানীয় কারবারি,হেডম্যান,মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় নবাগত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম বলেন সরকার নিযুক্ত কর্মচারীর মধ্যে উপজেলাতে কেবল একজন মাত্র লিডার। তাই সকল দপ্তরে কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে কাজ করতে হবে। এতে সবার কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।