বান্দরবানে রোয়াংছড়িতে তুলাছড়ি পাড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ উ.নাইন্দাসামি থের বৌদ্ধ ভিক্ষুকে যথাযথ বৌদ্ধ ধর্মীয় মর্যাদায় ও ঐতিহ্যবাহিক সইংদল বা সাংস্কৃতিক নৃত্য পরিবেশনে মধ্যে দিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টায় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনী জেতবন বিহারের অধ্যক্ষ ও পার্বত্য বৌদ্ধ ভিক্ষুদের মহামান্য সংঘরাজ উ. উইচারিন্দা মহাথের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা,পার্বত্য প্রতিমন্ত্রীর সহধর্মিনী মেহ্লা প্রু মারমা,সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা,আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা সহ হাজারো ধর্মপ্রাণ দায়ক-দায়িকা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।