রোয়াংছড়িতে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগের মতবিনিময় সভা

রোয়াংছড়িতে আওয়ামী লীগের মতবিনিময় সভা
বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী চহাইমং মারমাকে বিজয়ী করতে রোয়াংছড়ি বাজার মাল্টিপারপাস মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টার অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমা সভপতিত্বে উপস্থিত ছিলেন মন্ত্রীর প্রতিনিধি নেইতং বুইতিং,চেয়ারম্যান পদ প্রার্থী চহাইমং মারমা,সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা,উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা,আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,উপজলা মহিলা আ.লীগের সভাপতি অং ম্রা চিং মারমা,আলেক্ষ্যং ইউপি আ.লীগের সভাপতি নুচমং মারমা,মংপু মারমা।
এসময় মনোনয়ন প্রত্যাহারকারী থুইনু প্রু মারমা বলেন, দলীয় শৃংখলা বজায় রাখতে দলের নিদের্শনায় ও সিদ্ধান্ত মেনে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে। এর পাশাপাশি দলের মনোনীত প্রার্থী পক্ষে কাজ করব। সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন