বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পুকুর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. হাসান (৮)। আজ সোমবার (৪ এপ্রিল ২০২২) বেলা ১টায় দিকে উপজেলার ছাইঙ্গ্যা দানেশ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোয়াংছড়ি উপজেলা ২নং তারাছা ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাইঙ্গ্যা দানেশ পাড়ায় বাসিন্দা মো. ইমরানের ছেলে মো. হাসান। স্থানীয়রা হঠাৎ ৮ বছরের এক শিশু পুকুরের পানিতে পড়ে ডুবে যাওয়া খবর শুনে উদ্ধার করতে যায়। এসময় শিশুর মৃতদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।
রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান বলেন, তারাছা ইউনিয়নের ছাইঙ্গ্যা দানেশ পাড়াতে এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া খবর শুনে একদল পুলিশ লাশ উদ্ধার করতে পাঠানো হয়।