সারা দেশের ন্যায় বান্দরবানে রোয়াংছড়ি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহীনদের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ নির্মিত ঘর প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের পর উপকারভোগী বিধবা নারী রসেব বালা তঞ্চঙ্গ্যাকে হস্তান্তর করা হয়েছে।
ভিডিও কনফারেন্স উদ্বোধনী অনুষ্ঠানে শিশু, নারী, বয়স্ক, প্রতিবন্ধীসহ অন্যরা অংশগ্রহণ করেন।
আজ রবিবার (১০ এপ্রিল ২০২২) রোয়াংছড়ি থানা মিলনায়তনে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল মান্নানের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ডিএসবি শাখায় এএসপি ছালাহ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তদন্ত (ওসি) জহিরুল ইসলাম, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সাথোয়াইঅং মারমা, রোয়াংছড়ি কলেজের প্রভাষক উহাইসিং মারমা, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি হ্লাছোহ্রী মারমাসহ আরো অনেকে।