রোয়াংছড়িতে প্রধানমন্ত্রীর আর্থিক প্রণোদনা ঋণ পেলো ২৫ উদ্যোক্তা

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়িতে প্রধানমন্ত্রীর আর্থিক প্রণোদনা এক লক্ষ টাকা করে ঋণ পেলো ২৫ উদ্যোক্তা।

বুধবার (১৮ আগস্ট) সকালে রোয়াংছড়ি উপজেলার উদ্যোক্তাদের মাঝে উপজেলা পরিষদ মিলানায়তনে এ আর্থিক প্রণোদনা ঋণ বিতরন করা হয়।

NewsDetails_03

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্যাহ আল জাবেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবানর জেলা বিআরডিবি উপ পরিচালক সুইক্রাচিং মারমা, ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, উপজেলা সহকারি কমিনার (ভূমি) ফখরুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা পুলুমা মারমা, কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা সুফল চাকমা, প্রকাশ চাকমা, আনন্দসেন তঞ্চঙ্গ্যা প্রমুুখ।

বান্দরবানর জেলা বিআরডিবি উপ পরিচালক সুইক্রাচিং মারমা বলেন, ঋণ প্যাকেজের আওতায় পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ক্ষুদ্র ও কুটির এবং মাঝারি শিল্পখাতকে সম্প্রসারণের লক্ষ্যে এ আর্থিক প্রণোদনা ঋণ বিতরণ করা হয়।

আরও পড়ুন