আজ রবিবার সকালে ১০টায় বড়শিলা হেডম্যান পাড়ার কমিউনিটি সেন্টারে ৭নং ওয়ার্ড সদস্য সানু প্রু মারমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা। বিশেষ অতিথি ছিলেন ৩৪৯ নং ঘেরাও মৌজা হেডম্যান শৈসাঅং মারমা, ৭,৮ ও ৯ নং সংরক্ষিত মহিলা সদস্য নাইসাংউ মারমা, ১নং ওয়ার্ড সদস্য উহ্লচিং মারমা, ৮নং ওয়ার্ড সদস্য শৈক্যউ মারমা,বড়শিলা হেডম্যান পাড়া কারবারী সাচিংঅং মারমা প্রমুখ।
এতে উন্মোক্ত সভায় উপস্থিতিদের অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তাবিত ৫টি প্রকল্প গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্প সমূহের মধ্যে রয়েছে,খিয়ংদং ম্ং ঝিড়িতে বাঁধ নির্মাণ, বড়শিলা হেডম্যান পাড়ার অলি গলিতে ইটসলিং রাস্তায় নির্মাণ, বড়শিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সম্প্রসারণ,বাগান পাড়া গোদা ম্ং ঝিড়িতে বাঁধ নির্মাণ, চিঞামুখ পাড়া জনস্বার্থে সিড়ি নির্মাণ ইত্যাদি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসময় সভায় উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে স্কিম সুপারভিশন কমিটি (তদারকি কমিটি) ও ওয়ার্ড কমিটি (ডব্লিউসি) নামে ৭সদস্য বিশিষ্ট ২টি কমিটি গঠন করা হয়।