রোয়াংছড়িতে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে নিশ্চিত করণে পরিদর্শন

বান্দরবানের রোয়াংছড়িতে সরকার ঘোষিত নির্ধারিত তারিখে শিক্ষা প্রতিষ্ঠানে খোলা ব্যাপারে নিশ্চিতকরনের লক্ষে মাঠ পর্যায়ে গিয়ে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য কাঞ্চনজয় তংঞ্চঙ্গ্যা।

আজ মঙ্গলবার (১৪ সেপ্তেম্বর) প্রথম দিনের রোয়াংছড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের পাশাপাশি বিদ্যালয়ের কর্মরত প্রধান শিক্ষক চয়ইমং মারমা সঞ্চালনায় জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তংঞ্চঙ্গ্যা সভাপতিত্বে সকল শিক্ষদের নিয়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষক কার্যালয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

NewsDetails_03

মতবিনিময় সভায় তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিন ধরে বিদ্যালয় বন্ধ ছিল। বিদ্যালয় বন্ধ থাকার ফলে কোমল মতি শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাপক ক্ষতি হয়েছে। এই বিষয় সরকার বিবেচনা করে সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে বিদ্যালয় খোলা হয়েছে। এসব দিকে লক্ষ রেখে নিয়মিত পাঠদানের পরামর্শে প্রদান করেন তিনি।

এসময় তিনি আরো বলেন, পর্যাক্রমে উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করা হবে। পরিদর্শনকালে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা,ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা,উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মো: কামাল হোসেন, প্রেসক্লাবের নির্বাহী সদস্যা হ্লাছোহ্রী মারমা প্রমুখ।

আরও পড়ুন