রোয়াংছড়িতে ফুল বিঝুর মধ্য দিয়ে বৈসাবী উৎসব শুরু

NewsDetails_01

গত বছর করোনার কারনে আনুষ্ঠানিক ভাবে বৌদ্ধ সম্প্রদায়ের সামাজিক অনুষ্ঠান করতে পারেনি। কিন্তু এবার নানা কর্মসুচীর মধ্যে দিয়ে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পালন হচ্ছে বৈসাবী উৎসব।

আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে উপজেলার তারাছা নদীর তীরে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের আলেক্ষ‍্যং ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ‍্যা নেতৃত্বে সকল তরুণ তরুনীরা পানিতে ফুল ভাসিয়ে শুরু করে ফুল বিঝু উৎসবের। এসময় বিভিন্ন পাড়া ও গ্রামের তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের তরুণ তরুনী ও যুবক-যুবতীরা একত্রিত হয়ে পানিতে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি মুছে ফেলে নতুন বছরকে স্বাগত জানায়।

NewsDetails_03

পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানোর এই আনন্দ এখন বইছে পুরো রোয়াংছড়িতে। প্রতিবছর বিঝুর দিনে তঞ্চঙ্গ্যা সম্প্রদায় পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমনে সুখ শান্তির প্রত্যাশা করে।

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পার্বত্য এলাকায় বসবাসরত ম্রো, মারমা, তঞ্চঙ্গ্যা, চাকমাসহ ১১টি সম্প্রদায়ের পুরাতন বছরকে বিদায় আর নববর্ষকে বরণ উদযাপন করবে, ১৬ এপ্রিল নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের সফল সমাপ্তি ঘটবে।

আরও পড়ুন