রোয়াংছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন আলেক্ষ্যং একাদশ

বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বরণে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) এর ১নং রোয়াংছড়ি ইউনিয়ন একাদশ বনাম ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন একাদশ রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ‍্যালয়ে মাঠে অনুষ্ঠিত ফুটবলের ফাইনাল খেলায় ৪-৫ গোলে চ‍্যাম্পিয়ন কাপ শিরোপা অর্জন করেছেন আলেক্ষ্যং একাদশ টিম।

আজ বুধবার (২৫ মে) আয়োজিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী কর্মকর্তা (অঃদ) মো. ফখরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান, পিআইও আসাদুল জামান, পল্লী সঞ্জয় ব‍্যাংক সমন্বয়ক সুফল চাকমা, সিনিয়র এসআই জীবন, উপজেলা ক্রিড়া কমিটির সভাপতি মংপু মাস্টার, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।