রোয়াংছড়িতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

NewsDetails_01

রোয়াংছড়িতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
বান্দরবানে রোয়াংছড়িতে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: দিদারুল আলম। আজ বুধবার বিকাল সাড়ে ৩টা অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্বোধনীতে রোয়াংছড়ি সদর ইউনিয়ের ফুটবল দল বনাম তারাছা ইউনিয়নের ফুটবল দল খেলে তারাছা ইউনিয়নে ফুটবল দলকে ১-৪ গোলের ব্যবধানে জয় লাভ করে রোয়াংছড়ি ইউনিয়নে ফুটবল দল।
এসময় অনুষ্ঠানে উপজেলার আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবুছালে সরকার,রোয়াংছড়ি থানা তদন্ত (ওসি) মো: রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি নেইতং বুইতিং,আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা,তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াইচিং মারমা,উপজেলা তথ্য প্রযুক্তি অধিদপ্তরে সহকারি প্রোগ্রামার মো: রাশেদুল আলাম,উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো: নুরনবী প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ এলাকার জনপ্রতিনিধি মেম্বার,কারবারি সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন