রোয়াংছড়িতে বর্ণিল আয়োজনে মহা সাংগ্রাই

purabi burmese market

সাংগ্রাইয়ে রোয়াংছড়িতে বর্ণিল আয়োজনে শোভাযাত্রা
পিঠা তৈরির নানা কর্মসূচি মধ্যে দিয়ে উৎসাহ উদ্দীপনায় ও উৎসব মুখর পরিবেশে বান্দরবানে রোয়াংছড়িতে বৌদ্ধ সম্প্রাদায়ের সাংগ্রাইং,বিঝু,বৈসু,বৈশাখী মেলা ও নববর্ষের উদযাপনে উপলক্ষ্যে সকল সম্প্রদায়ের অংশগ্রহণে শোভাযাত্রা ও রোয়াংছড়ি উ: সারা পাঠাগারের মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টা রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উ:সারা পাঠাগার প্রাঙ্গনের এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় সাংগ্রাইং উদযাপন কমিটি আহবায়ক মংহাইনু মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা,রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্ণামং মারমা প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার,কারবারী,হেডম্যান সহ ধর্মপ্রাণ নর-নারাীর স্বতর্স্ফূত ভাবে এ শুভাযাত্রা ও সমাবেশ উৎসব উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।