বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নে মংছোঅং মারমা (২৮) নামে বাঁশ কাটতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত শনিবার সকালে উপজেলার পাইক্ষ্যং পাহাড়ে বাঁশ কাটতে যায় সে। সেখান পাইক্ষ্যং তাইংহ্রং বা পাহাড়ি ঝর্ণার উপর থেকে পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান বলে ধারণা করেন।
রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার ক্যনুমং মারমা জানান, তিনি বাঁশ কাটতে গিয়ে আর ফিরে আসেনি। তারপর গ্রাম বাসিরা রাতে তার খোঁজে পাইক্ষ্যং তাইংহ্রং পাহাড়ি ঝর্ণা নিচে সন্ধান করলে তার লাশ দেখতে পায়। পরে রোয়াংছড়ি থানাকে খবর দেয়া হয়েছে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর আলী বলেন, মৃত্যু খবর পাওয়ার পর থানা থেকে লাশ উদ্ধার করতে পুলিশ পাঠানো হয়েছে।