রোয়াংছড়িতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

রোয়াংছড়িতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অতিথিরা
বান্দরবানে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টা অনুষ্ঠিত এর অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা প্রধান অতিথি থেকে খেলা শুরুতে জাতীয় পতাকা উত্তোলন এবং মশাল জ্বালিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক দেব্রত চাকমা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা,সিনিয়র সহ সভাপতি ও এমপি প্রতিনিধি নেইতং বইতিং বম,সিনিয়র সহকারি শিক্ষক বোধিচন্দ্র তঞ্চঙ্গ্যা প্রমুখ।
এছাড়া বিদ্যালয়ে সকল সহকারি শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন। খেলা আয়োজকরা একশত মিটার দৌড়.মার্বেল খেলা,মোরগ লড়াইসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। দ্বিতীয় পর্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: দিদারুল আলম প্রধান অতিথি উপস্থিত থেকে খেলা অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুন