বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বিএনপি’র উদ্যােগে দেশে জ্বালানি তেল, পরিবহন ভাড়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বভাবিক মূল্য বৃদ্ধি, ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিমকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (৩০ আগস্ট) বিএনপি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানে উপজেলা সহ সভাপতি রবিসেন তংচঙ্গ্যা’র সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন, রোয়াংছড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাওসেতুং তঞ্চঙ্গ্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ সভাপতি লুসাইমং মারমা, সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষা, বিএনপি নেতা আবিদুর রহমান, রিটল বিশ্বাস, সদর উপজেলা সরোয়ার জামান, সাধারণ সম্পাদক চনুমং মারমা, বিএনপি মংচিংসা মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক চিত্ত তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক গান্ধীলাল তঞ্চঙ্গ্যা, অংশৈচিং মারমা, কারবারি ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা, ছাত্রদলের সভাপতি উত্তম তঞ্চঙ্গ্যা, যুবদলের সভাপতি লুপ্রুমং মারমা প্রমুখ। এছাড়া ওয়ার্ড ও ইউনিয়নের তৃণমূল পর্যায়ে তিন শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।