সারাদেশের ন্যায় বান্দরবানে রোয়াংছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় ফুল তৈরি,মুক্তিযুদ্ধের গল্প বলাসহ বিভিন্ন শ্রেণি পড়ুয়া শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে মধ্যে দিয়ে চিত্রাঙ্কন,জাতীয় সঙ্গীত পরিবেশন ও বিজয় ফুল তৈরি প্রতিযোগিতা ও বিজয় উৎসব উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবু ছালে সরকার,সহকারি শিক্ষা অফিসার আক্তার উদ্দিন,রোয়াংছড়ি প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাথোয়াইঅং মারমা,একাডেমিক সুপার ভাইজার মো: নুরনবী প্রমুখ।
এসময় প্রধান অতিথি চেয়ারম্যান ক্যবামং মারমা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার স্থপতি। যা অস্বীকার করার মতো নয়। আজ একটি স্বাধীন দেশে বাস করার স্বাদ আলাদা। তাই জাতীয় শাপলা ফুলকে বিজয় ফুল রুপে পেয়ে আমরা আনন্দিত।