শনিবার সকাল ১০ টার আয়োজিত অনুষ্ঠানে রোয়াংছড়ি সদর ইউপির চেয়ারম্যান চহ্লামং মারমা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নেইতন বইতিং বম,আলেক্ষ্যং ইউপির চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ আনন্দসেন তঞ্চঙ্গ্যা প্রমুখ। উপজেলাটির ৪৬ টি পরিবারকে ৩০ ওয়ার্ট করে সোলার প্যানাল বিতরণ করা হয়।
এসময় মাউসাং মারমা বলেন, বর্তমান সরকার দুর্গম পাহাড়ী এলাকাতে উন্নয়নের ছোঁয়া পৌছে দিতে কাজ করছে। পাশাপাশি মৌলিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে পাহাড়ের শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে ও পড়ালেখা করতে পারে এমন ব্যবস্থা করে দিচ্ছে সরকার। বিদ্যুৎ বিহীন এলাকাগুলো বিনামুল্যে সোলার প্যানাল বিতরণে কর্মসুচি হাতে নিচ্ছে।