বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি কর্তৃক বরাদ্দকৃত নির্বাচনী এলাকার ২০১৭-২০১৮ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন রক্ষণাবক্ষেণ (টিয়ার) ও সংস্কার (কাবিখা) কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ে গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে রোয়াংছড়ি বাজার মাল্টিপারপাস মিলনায়তনে বিনামূল্যে সোলার সিস্টেম বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ও প্রতিমন্ত্রী এর প্রতিনিধি নেইতং বুইতিং সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চহাইমং মারমা,সহ সভাপতি আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,সাধারণ সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা,যুগ্ম সাধারণ সম্পাদক রামসিয়াম বম,সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম সোবহান,উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাউসাং মারমা,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রীতিময় তঞ্চঙ্গ্যা প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ এলাকার জনপ্রতিনিধি মেম্বার,কারবারি সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনমজয় তঞ্চঙ্গ্যা সঞ্চালনা অনুষ্ঠানে বক্তৃতা রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চহাইমং মারমা,সাধারণ সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা,মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: দিদারুল আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তর্পন দেওয়ান সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে পরিদর্শন করেন।