রোয়াংছড়িতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ২শত বছরের প্রাচীনতম বৌদ্ধ বিহারের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।আজ ৩১ ডিসেম্বর (শুক্রবার) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১ কোটি ৮৯লক্ষ টাকা ব্যয়ে রোয়াংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় নবনির্মিত ভবনের উদ্বোধনের সময় বৌদ্ধ ধর্মীয় রীতি অনুসারে পঞ্চশীল গ্রহণ ও জলসিঞ্চনের মাধ্যমে নবনির্মিত বিহারের উৎসর্গ করা হয়।

NewsDetails_03

এসময় সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে, আর তারই সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় রীতিনীতি পালনে আন্তরিকতার সাথে কাজ করছে আর এতে দেশ এগিয়ে যাচ্ছে।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,অতিরিক্ত জেলা প্রশাসক মো.শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজা সরোয়ার,সিভিল সার্জন ডা:অংসুইপ্রু মারমা,রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাই মং মারমা, আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বিশ্বনাথ তংচঙ্গ্যা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাতসহ জেলা ও উপজেলার বিভিন্ন বিহারের বিহারাধ্যক্ষ এবং ধর্মপ্রাণ পূজারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩০লক্ষ টাকা ব্যয়ে রোয়াংছড়ি উপজেলা অফিসার্স ক্লাব ভবনের উদ্বোধন, ৩০ লক্ষ টাকা ব্যয়ে রোয়াংছড়ি উপজেলা প্রেসক্লাব ভবন এবং ৩৫ লক্ষ টাকা ব্যয়ে আমতলী পাড়া বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আরও পড়ুন