রোয়াংছড়িতে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান
বান্দরবানের রোয়াংছড়িতে উন্নয়ন বোর্ডের অর্থায়নের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া কেন্দ্র, উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, ব্রিজ, রোয়াংছড়ি থেকে রুমা সড়ক, নির্মাণাধীন শহীদ মিনার, সামাজিক প্রতিষ্ঠান সহ উন্নয়ন বোর্ডেন অর্থায়নে বাস্তবায়িত সকল প্রকল্প পরিদর্শন করলেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) পরিদর্শন কালে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের সদস্য ও প্রশাসন মো: ইমতেখার আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, নির্বাহী কর্মকর্তা মো: ফোরকান এলাহি, রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথাং লিয়ান বুইতিং, উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান, ব্যাবস্থাপক থুইসাচিং মারমা, আলুমং মারমা,সুফল চাকমা।
পরিদর্শনকালে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বাস্তবায়িত প্রকল্পের গুণগত কাজের মান ও টেকসই হওয়ার দেখে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া আগামীতে বান্দরবানে সরকারের ব্যাপক উন্নয়ন কাজ অব্যাহত থাকবে বলে জানান।