রোয়াংছড়িতে বৌদ্ধ ভিক্ষু উ.সারা মহাথের অন্ত‍্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ‍্যং ইউনিয়নে ঙাঠুখ্রী পাড়া বৌদ্ধ বিহারের অধ‍্যক্ষ উ. সারা মহাথের এর সংরক্ষিত মৃত দেহের শেষক্রিয়া অনুষ্ঠান দুই দিনব‍্যাপী ঙাঠুখ্রী পাড়া সংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

NewsDetails_03

আজ শনিবার (১৪ জানুয়ারি) আয়োজিত প্রথম দিন অনুষ্ঠানে রাজস্থলী উপজেলা চুশাক পাড়া বৌদ্ধ বিহারের অধ‍্যক্ষ উ. কেতুমালা মহাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ৩শতাধিক বুদ্ধ শাসনের ধারক বাহক বৌদ্ধ ভিক্ষু। এছাড়া অন্ত‍্যেষ্টিক্রীয়া অনুষ্ঠানে ধর্মপ্রাণ সহস্রাধিক বৌদ্ধ নর-নারী অংশগ্রহণ করেন।

উ. সারা মহাথের অন্ত‍্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান পরিচালনা কমিটি সভাপতি ক‍্যথুই মারমা বলেন, আমাদের পূজনীয় ভান্তে দীর্ঘদিন যাবত বসবাস করে ৭৫ বছর বয়সে তিনি মৃত্যুর বরণ করেন। পায় ৬ মাস মৃতদেহ সংরক্ষণের আজ ১৪ জানুয়ারি ২০২৩ সালে শেষক্রিয়া ২দিনব‍্যাপী অনুষ্ঠানে মাধ্যমে কাল রবিবার সম্পন্ন করা হবে।

আরও পড়ুন