ভূমি মন্ত্রণালয়ের জাতীয় ভূমি জোনিং প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় সহকারি কমিশনার নূর এ জান্নাত রুমী’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ভূমি জোনিং প্রকল্পের পরিচালক মোহাম্মদ শওকত আকবর। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রিভিনিউ) মোহাম্মদ হারুণ অর রশিদ, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র জোনিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সাত্তার। এছাড়া কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, মৌজা হেডম্যান, শিক্ষক, সরকারি কর্মকর্তারা অংশগ্রহন করেন।