বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণিল আয়োজনের মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সূর্যদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা।
উদ্বোধনের পরে প্যারেড পরিদর্শন, ১৯৭১ সালে পাকহানাদার বাহিনী নির্যাতন ও মুক্তি যুদ্ধের চিত্র প্রদর্শন, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প.প. কর্মকর্তা ডাক্তার মংহ্লাপ্রু, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. নাজিমুদিন সরকার, উপজেলা শিক্ষা অফিসার মো. এস.এম জাকারিয়া হায়দার, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান প্রমুখ।