রোয়াংছড়িতে যাচ্ছেন বীর বাহাদুর : উদ্বোধন করবেন উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্পের কাজ

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়িতে একদিনের সরকারে সফরে আসছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় তিনি বিভিন্ন প্রকল্পের ভিত্তি স্থাপন ও উদ্বোধন করবেন।

উপজেলার আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, ২৬ সেপ্টেম্বর রবিবার রোয়াংছড়িতে পার্বত্য মন্ত্রীর আগমনের উপলক্ষে পুরোদমে ব্যাপক প্রস্তুতি চলছে। এসময় তিনি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর উপহার সহনীয় ঘর।

NewsDetails_03

এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে অর্থায়নে বান্দরবান ইউনিটের ৩ কোটি টাকা ব্যয়ে গৃহিত বিভিন্ন প্রকল্পের আওতায় নির্মিতব্য ভবন, উপজেলা টাউন হল, ঘিলাফুল পাঠাগার, বেক্ষ্যং জুনিয়র হাইস্কুল, বটতলী বৌদ্ধ বিহারসহ সমাপ্ত ও অসমাপ্ত কাজগুলো ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন।

এব্যাপারে উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের কর্মরত উপ-সহকারি প্রকৌশলী মো: এরশাদ (রনি) বলেন, রোয়াংছড়িতে উন্নয়ন বোর্ডে অর্থায়নে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত সমাপ্ত ও অসমাপ্ত কাজগুলো কাল ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী শেষে উপজেলা সভা মিলনায়তনে মতবিনিময় সভা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন