উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা আ’লীগ সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরী।
উপজেলা যুবলীগের সভাপতি পুরু কান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন- সাঃ সম্পাদক হ্লাথোয়াইহ্রী মারমা, পার্বত্য জেলা পরিষদ সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা আ’লীগ সভাপতি চহ্লামং মারমা, সিনিয়র সহ সভাপতি নেইতং বইতিং বম,পুহ্লাঅং মারমা, সাধারণ সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা প্রমুখ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক মো: হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
বক্তব্যে প্রধান অতিথি আব্দুর রহিম চৌধুরী বলেন, জঙ্গিও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে আওয়ামী যুবলীগের সৈনিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করছে, দেশের সন্ত্রাস, চাঁদাবাজি, বোমাবাজি ও জঙ্গি প্রতিরোধে যুবলীগ কাজ করলে সমাজ এগিয়ে যাবে।