বান্দরবানের রোয়াংছড়িতে বীর বাহাদুর ফাউন্ডেশনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বই, খাতা, কলম, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা রোয়াংছড়ি উপজেলা প্রাঙ্গণে বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকাল (১৮ জুলাই ২০২০) বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান,৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মংখিংসাই মারমা,বীর বাহাদুর ফাউন্ডেশনের সহ সভাপতি নাজমুল হোসেন ভুঁঞা,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবলু,সদস্য মো: তামিম,মো: ইমরান মো: শুরিট মো: মনির,মো:সাইমা, রোয়াংছড়ি উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মংটিংওয়াই মারমা,রোয়াংছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটি কর্মী উমংনু মারমা।