রোয়াংছড়িতে সাংগ্রাই উৎসব পালন না করতে মাইকিং

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় কেন্দ্রীয় জেতবন বিহারের উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহা সাংগ্রাই উৎসব (১লা বৈশাখ) অনুষ্ঠান পালন না করার জন্য মাইকিং করা হয়েছে।

NewsDetails_03

সূত্রে জানা গেছে, বর্তমানে নোভেল করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত কর্মসূচির ও স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ও রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ: উইচারিন্দা এর মহাথেরো নির্দেশনায় সামাজিক দূরত্বটা বজায় রাখতে ২০২০ সালে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে মহা সাংগ্রাইং বা বৈশাখী পূর্ণিমার উৎসব অনুষ্ঠান পালন না করা জন্য উপজেলায় মাইকিং করা হয়েছে। এর পাশাপাশি বিশ্বশান্তি কামনায় যার যার অবস্থান থেকে এ মহামারী প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে প্রার্থনা করা আহ্বান জানান।

প্রসঙ্গত, বান্দরবান পার্বত্য জেলায় নববর্ষ বরণের এই উৎসবকে আদিবাসীরা সাংগ্রাই, বিজু,বৈসু হিসাবে পালন করে, এসময় তারা জলকেলি উৎসবে মাতোয়ারা হয়ে উঠে। তবে এবার করোনা ভাইরাসের সংক্রামনের ঝুঁকি থাকায় সরকারি নির্দেশনা অনুসারে বর্ষবরণের এই উৎসব পালন করা হবেনা।

আরও পড়ুন