এসময় সিসিডিবি এরিয়া ম্যানেজার সুদীপন খিসা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা ( লুছোঅং)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি সদর ইউপি’র চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউপি’র চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,ঢাকা হেড অফিসের (বিসিএএস) সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, সিনিয়র কর্মকর্তা বিধান চন্দ্র টিকাদার প্রমুখ। এছাড়া উপজেলা সিসিডিবি এর সকল কর্মকর্তা কর্মচারি,সরকারি কর্মকর্তাসহ ৪০জন কর্মশালা অংশগ্রহণ করেন।