রোয়াংছড়িতে সেনাবাহিনী উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

NewsDetails_01

রোয়াংছড়িতে সেনাবাহিনী উদ্যোগে চিকিৎসা সেবা
বান্দরবান রিজিয়ন ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স সার্বিক সহযোগীতায় বাংলাদেশ সেনাবাহিনী রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের আয়োাজনে একদিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসার সেবা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী কার্যক্রম অনুষ্ঠান উদ্বোধন করেন ২৬ বীর বান্দরবান সদর জোন,রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের মেজর মো: আলজাবি আসিব।
আজ সোমবার সকাল সাড়ে ১০টা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাপ্টেন ও ডেন্টাল সার্জন ডা: আমজাদ,ক্যাপ্টেন ও মেডিকেল অফিসার ডা: রাজন,রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট ফারহান ও আর্মি ক্যাম্পের অন্যান্য সদস্য সহ এলাকার বিভিন্ন পাড়া প্রধান (কারবারী) ও মেম্বারা উপস্থিত ছিলেন। এসময় রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত বিনামূল্যে চিকিৎসার কর্মসূচির ক্যাম্পে ক্যাপ্টেন ও ডেন্টাল সার্জন ডা: আমজাদ,ক্যাপ্টেন ও মেডিকেল অফিসার ডা: রাজনসহ ৫-৬ জন সহকারিকে নিয়ে মেডিকেল টিম চিকিৎসার প্রদানে অংশগ্রহণ করে। সেবা গ্রহীতা রোগীরা নিজ সুবিধার মত চিকিৎসা সেবা গ্রহণ করেন।

আরও পড়ুন