বান্দরবানে রোয়াংছড়ি উপজেলা ২০১৯-২০২০ অর্থ বছরে লোকেল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) প্রকল্পের আওতায় গৃহীত কর্মসূচী বাস্তবায়নের লক্ষে নোয়াপতং ইউনিয়নে দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
ইতিপূর্বে বাঘমারা অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল্যাহ আল জাবেদ।

আজ সোমবার (৪ জানুয়ারি) দ্বিতীয় দফা সেলাই মেশিন ও বিভিন্ন প্রকল্প থেকে রিংস্লাব,ফগার মেশিন,সাংস্কৃতি বাদ্যযন্ত্র তবলা,হারমোনিয়াম,কর্নেট, গিটার, মাইক ৩টি, স্বাস্থ্যে সুরক্ষার্থে সার্জিক্যাল মাস্ক ও স্যানিটাইজার সামগ্রী বিতরণ করেন নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা।
এসময় উপস্থিত ছিলেন থলি পাড়ার প্রধান (কারবারি) কোয়াইমং মারমা, রোয়াংছড়ি প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাথোয়াইঅং মারমা, ৪নং ওয়ার্ড ইউপি মেম্বার ক্যনুপ্রু মারমা, মেম্বার হ্লাথোয়াই মারমা, জামাধন তংচঙ্গ্যা, বান্দরবান ডিষ্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ) এলজিএসপি-৩, রিটেন তালুকদার,খক্ষ্যং শাখা আওয়ামী লীগে সভাপতি নুমংপ্রু মারমা।