রোয়াংছড়িতে স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা

NewsDetails_01

রোয়াংছড়িতে স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা
বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বান্দরবানে ৩০০ নং আসনে পাঁচবার নির্বাচিত বীর বাহাদুর (উশৈসিং) এমপি ৬ষ্ঠ বারে মত নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়ায় উৎসাহ উদ্দীপনা মধ্যে দিয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃণমূলে নেতাদের নিয়ে রোয়াংছড়ি বাজার মাল্টিপারপাস মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টা অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহ্লাঅং মারমা সঞ্চালনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রীতিময় তঞ্চঙ্গ্যা সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সাদেক হোসেন চৌধুরী।
এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগে সহ সভাপতি অভিনাশ দাশ,জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিংথোয়াইঅং মারমা,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন বাবর,আইন বিষয়ক সম্পাদক বাবুল বড়ুয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাম সিয়াম বম,ফারুক আহমেদ প্রমুখ। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নং আসনে পাঁচবার নির্বাচিত বীর বাহাদুর (উশৈসিং) এমপিকে ৬ষ্ঠ বারে মত নৌকা মার্কায় বিপুল ভোটে জয়ী করা প্রত্যয়ে আওয়ামী লীগের তৃণমূল নেতারা উপজেলার ২০টি ভোট কেন্দ্রে মধ্যে প্রত্যেকটি কেন্দ্র কমিটির সদস্যদের সাথে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা উঠান বৈঠক করে ব্যস্ততম সময় পার করছে।

আরও পড়ুন