রোয়াংছড়িতে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন জেলা প্রশাসক

NewsDetails_01

স্মার্ট কার্ড গ্রহন করছে বান্দরবান জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণে কার্যক্রম শুরু হয়েছে। এ স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠানটি উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম।
উপজেলা নির্বাচন অধিদপ্তরের কর্তৃক আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১১টা রোয়াংছড়ি উপজেলার পরিষদের মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: দিদারুল আলম সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা,বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান,বান্দরবান জেলা নির্বাচন অফিসার মো: রেজাউল করিম,রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা,বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রী মারমা,সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যশৈঅং মারমা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবু সালেহ সরকার,রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: সুমন চৌধুরী,উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত) মো: এসএম শাহাদাৎ হোসেন,রোয়াংছড়ি থানা তদন্ত (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি চহ্লামং মারমা,আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: সবুর ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা পুলু প্রু মারমা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেওয়ান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রামসিয়াম বম,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনমজয় তঞ্চঙ্গ্যা ও স্থানীয় জনপ্রতিনিধি হেডম্যান,কারবারি,ইউপি মেম্বারসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বৃক্ষ রোপন করেন জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান।

আরও পড়ুন