রোয়াংছড়িতে সড়ক দুর্ঘটনা নিহত ১ : আহত ২

purabi burmese market

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনা ১ জন নিহত ও দুইজন আহত হয়েছে। নিহত ব‍্যক্তি হলেন, মনিরাম পাড়ার বাসিন্দা সবামণি ত্রিপুরা (৪৫)। আহতরা হলেন, ফ্লংক্ষ‍্যং কারবারি উচপ্রু মারমা পাড়ার বাসিন্দা মংপ্রু খিয়াং (৩৩) এবং উচিংমং খিয়াং (৩৪)।

আজ রবিবার (১০ এপ্রিল ২০২২) দেড়টায় দিকে উপজেলার ৪নং নোয়াপতং ইউনিয়নের ৮নং ওয়ার্ড তুইচা পাড়া এলাকার এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে একটি জীপ গাড়ি নিয়ে কলার ছড়া লোড করে পাহাড়ে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পরে ঘটনাস্থলে মারা যায় সবামণি ত্রিপুরা ও আহত হয় মংপ্রু খিয়াং এবং উচিংমং খিয়াং। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং আহাতদের উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

এই ব্যাপারে রোয়াংছড়ি থানার (ওসি) মোহাম্মদ আবদুল মান্নান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে কারো পক্ষে অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।