বান্দরবানে রোয়াংছড়িতে জেলা ইউএনডিপি উদ্যোগে দরিদ্র বিমোচন ও প্রাকৃতিক পরিবেশ বনায়ন সংরক্ষণের ফলে ৪টি ভিসিএফ এর অন্তর্ভুক্ত মহিলা উপকার ভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান রোয়াংছড়ি উপজেলায় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ই আগস্ট) সকাল ১০ টায় অনুষ্ঠিত এর অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট ম্যানেজার খুসিরায় ত্রিপুরা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যসাপ্রু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল আলম, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা,মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা,এমপি প্রতিনিধি নেইতং বুইতিং,আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,বান্দরবান অগ্রণী ব্যাংক ম্যানেজার বিজয় বড়ুয়া প্রমুখ। এছাড়া অন্যান্যদের মধ্যে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার,কারবারি সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ১৯৩ জনে প্রত্যেকের ৭ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়