রোয়াংছড়িতে ৩য় পর্যায়ে ঘর পাচ্ছে ১৭৪ জন ভূমিহীন পরিবার
সারাদেশে ন্যায় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে ঘর উদ্বোধনের পর ৩য় পর্যায়ে বান্দরবানের রোয়াংছড়িতে ১৭৪ জন ভূমি ও গৃহহীন পরিবারের কাছে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে উপকার ভোগিদের মাঝে ঘর ও জমি কাগজপত্র হস্তান্তর করেন।
আজ ২৬ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে উপজেলা মাঠে অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, এবারে ৩য় পর্যায়ে রোয়াংছড়িতে ঘরের চাবি, ভূমি ও গৃহহীন পরিবারের হাতে বুঝিয়ে দেয়া হচ্ছে। বান্দরবানের ৭টি উপজেলায় ২৮৫২জন প্রধানমন্ত্রীর ঘরে বসবাস করে আনন্দের সাথে এবারের ঈদ উদযাপন করতে পারবে।

এসময় অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা মো. ফোরকান এলাহি অনুপমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মারমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার মো.কায়েসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাথোয়াইঅং মারমা, হ্লাছোহ্রী মারমা উপস্থিত ছিলেন।
ঘর ও জমি কাগজ হস্তান্তর শেষে উপজেলা চত্ত্বরে প্রাচীর উদ্বোধন ও নির্মিত ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।