রোয়াংছড়িতে ৪৮ পরিবারকে সোলার প্যানেল ও বন্যার্তদের চাল বিতরণ

NewsDetails_01

রোয়াংছড়িতে সোলার প্যানেল ও বন্যার্তদের চাল বিতরণ
বান্দরবানের রোয়াংছড়ি ৪নং নোয়াপতং ইউনিয়নের বাঘমারা অস্থায়ী কার্যালয়ে ৪৮টি দু:স্থ পরিবারকে সোলার প্যানেল ও ৫০টি বন্যার্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে আয়োজিত ত্রাণ ও সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইংচিং প্রু মারমা,রোয়াংছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: ময়নুল ইসলাম,সচিব মিলন দাশ।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি চেয়ারম্যান চহাইমং মারমা বলেন, সরকার দেশের গরীব ও দু:খের মানুষের প্রতি সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে। যাতে স্বাবলম্বী হয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। অনুষ্ঠানে নোয়াপতং ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সদস্যাসহ স্থানীয় আওয়ামীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন