রোয়াংছড়ির অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫০০ জন পেল গাউছিয়া কমিটির পোষাক

NewsDetails_01

বান্দরবানে তারাছা ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ৫০০ জনের মাঝে পোষাক বিতরণ করেছে বান্দরবান গাউছিয়া কমিটি।

বুধবার (১৯ মে) বিকেলে ইউনিয়নের তালুকদার পাড়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ পোষাক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ২নং তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উথোয়াই চিং মার্মা, বাংলাদেশ গাউসিয়া কমিটির বান্দরবান শাখার সহ-সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু তালেব মঈনী, বান্দরবান পৌরসভার সভাপতি তমিজ উদ্দিন চৌধুরী, সদস্য মুহাম্মদ বেলাল, মুহাম্মদ দিদার সহ আরো অনেকে।

NewsDetails_03

এসময় ২৫০ পিস শার্ট, শিশুদের জামা ১৫০ পিচ, গেঞ্জি ১৫০ পিচ, জুতা ১২০ জোড়া, জিন্স প্যান্ট সহ আরো বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়।

জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তালেব মঈনী বলেন, ইসলামের দৃষ্টিতে একজন মানুষ আরেকজনের উপকারে আসতে হবে। ওনারা অন্য ধর্মাবলম্বী হলেও মানুষ। কোন সম্প্রদায় ভাগ করেনি। মানুষ হিসেবেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি।

প্রসঙ্গত, গত ১৮ মে বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় তারাছা ইউনিয়নে তালুকদার পাড়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৭০টি বাড়ি ঘর।

ওই সময় ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সোমবার রাত ১টার দিকে পাড়ার মাঝখানে একটি বসতবাড়ির চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন মুহূর্তেই দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। পাড়ায় ৮৯টি ঘরের মধ্যে ৭০টি বাড়িঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘরগুলো পাশাপাশি ও ঘন বসতি হওয়ার কারনে তাৎক্ষণিকভাবে ভষ্মীভূত হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাড়ার প্রাথমিক সরকারি বিদ্যালয়ে আশ্রয় নেয়। তবে বেশিরভাগ পরিবার এখনও খোলা আকাশের নিচে রয়েছে।

আরও পড়ুন