বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমা, উপজেলা প্যানেল চেয়ারম্যান-১ মাউসাং মারমা, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য উচাইনিং মারমা, উপদেষ্টা সদস্য মংয়ইঅং মারমা, উপদেষ্টা সদস্য নুচমং মারমা, সহ- সভাপতি পুহ্লাঅং মারমা, সহ- সভাপতি শিশির তঞ্চঙ্গ্যা, সহ- সভাপতি ও আলেক্ষ্যং ইউ,পি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, সহ- সভাপতি চহাইমং মারমা, সাংগঠনিক সম্পাদক মংখিংসাইং মারমা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আথুইমং মারমা। উক্ত সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাঃ সম্পাদক ধীরেন ত্রিপুরা।
সভায় বর্তমান সাংগঠনিক কমিটির বর্তমান অবস্থা ও আগামীদিনের সাংগঠনিক পরিকল্পনা এবং দলের সাংগঠনিক কর্মকান্ডের প্রসারের জন্য করণীয় বিষয়ের উপর আলোচনা করা হয়।