রোয়াংছড়ির ৪ ইউনিয়নে আওয়ামী লীগের মতবিনিময় সভা
ইউপি নির্বাচন
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে রোয়াংছড়ি উপজেলার ৪ ইউনিয়নে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর ২০২১) অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদে সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগে সিনিয়র সহ-সভাপতি নাইতং বুইতি, ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, সহ সভাপতি চনুমং মারমা, সহ-সভাপতি আনন্দসেন তঞ্চঙ্গ্যা, পুহ্লাঅং মারমা, সহ-সভাপতি চহ্লামং মারমা, সাধারণ সম্পাদক বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, যুগ্ম সম্পাদক ধীরেন্ট ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক জনমজয় তঞ্চঙ্গ্যা, মংখিংসাই মারমা,
মহিলা ভাইস চেয়ারম্যান ক্রয়ইচিংপ্রু মারমা। এছাড়া উপস্থিত ছিলেন ৪ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি কাঞ্চজয় বলেন দলীয় প্রতীক নৌকা প্রার্থী যারা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন তাদের সকল প্রার্থী জয়যুক্ত করার তাগিদ দিয়ে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে কাজ করতে পরামর্শ প্রদান করেন।
এদিকে যারা মনোনয়ন চেয়েছেন তাদের নামে এখনো কেন্দ্র থেকে দলীয় নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র পাওয়া যায়নি বলে জানা গেছে।