রোয়াংছড়ির ৪ ইউপির নির্বাচিত চেয়ারম্যান ও পার্বত্যমন্ত্রী’র সাথে শুভেচ্ছা বিনিময়

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ৪টি ইউনিয়নে নব নির্বাচিত চেয়ারম্যান ও নব নির্বাচিত মহিলা মেম্বাররা পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সাথে বান্দরবানস্থ বাসভবনে শুভেচ্ছা বিনিময় করেন।

আজ বুধবার (২ ফেব্রুয়ারি ২০২২) শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

NewsDetails_03

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী, পার্বত্য জেলা পরিষদে সদস্য লক্ষ্মীপদ দাশ, ত্রাণ ও সমাজ কল‍্যাণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদে সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ‍্যা, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, বান্দরবানের জনপ্রিয় ওয়েব পোর্টাল পাহাড় বার্তা’র সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, রোয়াংছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা, রোয়াংছড়ির বর্তমান চেয়ারম্যান চহ্লামং মারমা, নব নির্বাচিত চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, আলেক্ষ‍্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ‍্যা, নোয়াপতং ইউনিয়নে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান চনুমং মারমা।

এছাড়া রোয়াংছড়ি উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন