বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার কাইন্তার মুখ পাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে কাইন্তার মুখ পাড়া বৌদ্ধ বিহারের উদ্বোধন করা হয়।
পরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ৫কোটি টাকা ব্যয়ে তারাছা খালের উপর ব্রীজ,৭০ লক্ষ টাকা ব্যয়ে কাইন্তার মুখ পাড়া বৌদ্ধ বিহারের উপাসক উপাসিকা ঘর নির্মাণ ও ৪০ লক্ষ টাকা ব্যয়ে হ্লাপাইমুখ বৌদ্ধ বিহারের উদ্বোধন করা হয়।
এসময় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্টানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক মো:আসলাম হোসেন,পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,কাঞ্চনজয় তংচঙ্গ্যা,তিংতিংম্যা,রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:দিদারুল আলম,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো:ইয়াছিন আরাফাতসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও কাইন্তার মুখ পাড়াবাসী উপস্থিত ছিলেন।
বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে কাইন্তার মুখ পাড়ায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বর্তমান সরকার পার্বত্য এলাকার ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পার্বত্য এলাকায় বাস্তবায়িত হওয়ায় স্কুল,কলেজ,ব্রীজ,মন্দির,মসজিদ,বৌদ্ধ বিহারসহ নানা উন্নয়ন প্রকল্পের সুফল পাচ্ছে দুর্গম গ্রামের জনসাধারণ।