বান্দরবানের রোয়াংছড়িতে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী উপজেলা ২০টি ভোট কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে বিপুল ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন চহাইমং মারমা। রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগ দলীয় প্রার্থী নির্বাচিত হওয়ায় এলাকার আনন্দ বিরাজ করছে।
নৌকা প্রতীকে প্রতিদ্ব›দ্বীতা করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চহাইমং মারমা পেয়েছে ৭ হাজার ৮৯১ ভোট। নিকট তম প্রতিদ্ব›দ্বী ছিলেন বান্দরবান জেলা জনসংহতি সমিতি (জেএসএস) সাধারণ সম্পাদক ও বর্তমানে চেয়ারম্যান ক্যবামং মারমা পেয়েছেন ৪ হাজার ৭১০ ভোট। এতে ৩ হাজার ১৮১ ভোটের ব্যবধানে বর্তমানে চেয়ারম্যান ক্যবামং মারমাকে পরাজিত করে আওয়ামীলীগের প্রার্থী চহাইমং মারমা নির্বাচিত হন।